Testing Campaign

যেহেতু মানুষ মাত্রই ভুল করে, তাই ক্যাম্পেইন পাঠানোর আগে ভাল মতো টেস্ট করুন। নিজের মেইলে টেস্ট মেইল পাঠিয়ে নিচের ভুলগুলো কোনটা হলো কি না ভালমতো চেক করে দেখুন

  • ভাষাগত (বানান ভুল, বাক্য গঠনগত ভুল)
  • সেন্ডিং এড্রেস (যেই ঠিকানা থেকে মেইল পাঠাচ্ছেন সেটার মেইল বক্স আছে তো? কারণ সাবস্ক্রাইবার যদি মেইলের জবাব দেন, মেইল বক্স না থাকলে সেটা বাউন্স হবে যেটা মোটেও কাম্য না)
  • বাটন, লিংক ঠিক মতো কাজ করছে তো? টেস্ট মেইল পাঠিয়ে প্রতিটা লিংকে ক্লিক করে দেখুন
  • আনসাবস্ক্রাইব লিংক ঠিকমতো কাজ করছে কি না দেখুন।
  • সঠিক লিস্টে/সেগমেন্টে মেইল পাঠাচ্ছেন কি না খেয়াল করুন

কীভাবে টেস্ট মেইল পাঠাবেন?

টেস্টিং এর জন্য ক্যাম্পেইন লেভেলে টেস্ট করার ফিচারটি ব্যবহার করুন।

প্রবাহ থেকে পাঠানো টেস্ট মেইলের সাবজেক্টের শুরুতে ***TEST*** কথাটি যুক্ত থাকে। তাই অনেক সময় Gmail বা ইয়াহুর মতো মেইল বক্স প্রোভাইডাররা একে স্প্যাম হিসেবে মার্ক করে। তাই আপনার মেইলের স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারটি চেক করুন এবং মেইলটি Mark as not spam হিসেবে মার্ক করতে পারেন।

এতে পরবর্তীতে টেস্ট মেইল স্প্যামে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

Last Updated on : July 24, 2023