একজন ইমেইল মার্কেটার তার টার্গেট মার্কেটে অনেক ধরনের নিরীক্ষা চালাবেন, A/B টেস্ট করবেন, সেগমেন্ট করে মেইল পাঠাবেন। এত এত ক্যাম্পেইনের মাঝে দরকারি ক্যাম্পেইন বা একই সাথে সম্পর্কিত (related) ক্যাম্পেইনগুলো কিভাবে খুঁজে পাবেন?
প্রবাহ'তে আপনার ক্যাম্পেইনগুলোকে গুছিয়ে রাখতে Campaign Group নামের একটা ফিচার আছে। নিচের সকল ক্যাম্পেইন তালিকার ছবিটি দেখুন।
All Campaigns এ related campaign গুলো খুঁজে পেতে ক্যাম্পেইন গ্রুপ বেশ কাজের।
উপরের ছবিতে দেখানো বাম দিকের Groups এ ক্লিক করুন। এরপর এই স্ক্রিনে Create New বাটনে ক্লিক করে নিচের স্ক্রিনে চলে আসুন।
এখানে নতুন ক্যাম্পেন গ্রুপের নাম লিখে Save Changes এ ক্লিক করুন।
এবার নতুন ক্যাম্পেইন তৈরির সময় আমরা ক্যাম্পেইনকে একটা গ্রুপে যোগ করবো।
এভাবে তৈরি করা ক্যাম্পেইনগুলো সহজেই ফিল্টার করে শুধুমাত্র রিটেলেড ক্যাম্পেইনগুলো দেখতে পারেন্