প্রবাহ'তে Send Group নামে একটা ফিচার আছে ড্যাশবোর্ডের Campaigns সেকশনে। Send group এর ব্যবহার বুঝতে নিচের দৃশ্যপট চিন্তা করুন।
ধরুন আপনার একাউন্টে একাধিক ইমেইল লিস্ট আছে। একই ইমেইল সাবস্ক্রাইবার এই লিস্টগুলোতে একাধিকবার আছে। আপনি ভাবছেন একটা ক্যাম্পেইন সবগুলো লিস্টে একে একে পাঠিয়ে দিবেন। কিন্তু এতে সমস্যা হলো একই সাবস্ক্রাইবার এই মেইল একাধিকবার পাবেন, যেটা আপনার পছন্দ না।
এজন্য আপনি Send Group স্ক্রীনে গিয়ে একটি সেন্ড গ্রুপ তৈরি করুন।
এরপর ক্যাম্পেইন তৈরি করার সময় এই সেন্ডগ্রুপটি সিলেক্ট করে দিন।
এবার নিশ্চিন্তে ক্যাম্পেইনটি পাঠিয়ে দিতে পারেন। সেন্ড গ্রুপের আওতায় থাকা ক্যাম্পেইনগুলোতে কোন সাবস্ক্রাইবার একাধিকবার মেইল পাবেনা।
একসাথে চলমান একাধিক ক্যাম্পেইন একই সেন্ড গ্রুপে রাখলে কাঙ্খিতভাবে কাজ করবে না। A, B, C তিনটি একই send group থাকা Campaign একের পর এক পাঠালে ফিচারটি ঠিকমতো কাজ করবে।