Conditions in Campaign

ক্যাম্পেইনের (ইমেইলের) বডিতে কন্ডিশনের ভিত্তিতে কন্টেন্টকে ডাইনামিক করা যায়। এজন্য প্রবাহ Twig নামের জনপ্রিয় টেম্পলেট ইঞ্জিনের ট্যাগগুলো সাপোর্ট করে। আপনার মেইলে এধরনের ট্যাগ ব্যবহার করে মেইলের বিষয়কে পার্সোনালাইজ করতে পারেন।

{% if FNAME %}
Dear [FNAME],
{% else %}
Dear visitor,
{% endif %}

উপরের উদাহরণে লিস্টে কাস্টম ফিল্ডের ডেটার ভিত্তিতে Dear এর পরে এড্রেস করাকে পার্সোনালাইজ করা হয়েছে। লিস্টে FNAME ফিল্ডে ডেটা থাকলে সেটা ব্যবহার করবে (যেমন Dear Abdullah), নয়তো Dear Visitor হিসেবে এড্রেস করবে। এই উদাহরণকে অবশ্যই আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।

আরেকটা উদাহরণ দেখুন।

{% if GENDER == 'male' %}
    <a href="">Link for M </a>
{% elseif GENDER == 'female' %}
    <a href="">Link for W </a>
{% endif %}

GENDER ফিল্ডে ডেটার ভিত্তিতে আমরা নারী ও পুরুষের জন্য আলাদা ভাবে লিংক তৈরি করছি।

কন্ডিশনের ব্যবহারের মাধ্যমে আমরা অসীম সংখ্যক কাস্টমাইজেশন করতে পারি। এর মাধ্যমে আমরা বিভিন্ন বয়স/পেশা/অবস্থার ভিত্তিতে সাবস্ক্রাইবারকে ভিন্ন ভিন্ন কন্টেন্ট ব্যবহার করতে পারি।

এধরনের কন্ডিশন ব্যবহারের আগে Twig Documentation সাইটে ট্যাগ গুলোর সাথে ভালমতো পরিচিত হতে পারেন এবং অতি অবশ্যই মেইলের কন্টেন্ট ভালমতো টেস্ট করে নিবেন। টেস্টিং এর জন্য ক্যাম্পেইন লেভেলে টেস্ট করার ফিচারটি ব্যবহার করুন।

Last Updated on : July 21, 2023