প্রবাহ'র অনেকগুলো সুপার পাওয়ারের একটা হলো কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ডের সাহায্যে আপনি প্রবাহকে Mini CRM (Customer Relationship Management) হিসেবে ব্যবহার করতে পারবেন।
Custom Field হলো প্রত্যেক সাবস্ক্রাইবারের বিভিন্ন ডেটা, যেটা আপনি নিয়মিত আপডেট করতে পারেন এবং সেই ডেটার ভিত্তিতে সেগমেন্ট করতে পারেন, পাঠানো ক্যাম্পেইনে সেই ডেটার ভিত্তিতে বিভিন্ন ম্যানিপুলেশন করতে পারেন বা ক্যাম্পেইনের কন্টেন্টকে ডাইনামিক করতে পারেন।
নিচের ভিডিওতে সহজে কাস্টম ফিল্ডের ব্যবহার দেখানো হয়েছে।