Quick Start Guide

এই পাতার মূল লক্ষ্য হলো আপনাকে (প্রবাহ ইউজার) খুব তাড়াতাড়ি প্রবাহ প্ল্যাটফর্মের সাথে পরিচিত করিয়ে একটা ক্যাম্পেইন পাঠাতে সহায়তা করা। প্রবাহ'তে একটা ক্যাম্পেইন পাঠানোর জন্য প্রথমবার নিচের ৩টা কাজ করতে হয়।

  • লিস্ট তৈরি করা
  • সেন্ডিং ডোমেইন যোগ করা ও ভেরিফাই করা
  • ক্যাম্পেইন তৈরি করে পাঠিয়ে দেয়া

এই কাজগুলোর আগে আমরা ধরে নিচ্ছি আপনি প্রবাহ'তে আপনার একাউন্ট তৈরি করে নিয়েছেন। না করে থাকলে রেজিস্ট্রেশন পাতায় গিয়ে এখনই করে ফেলুন।

লিস্ট তৈরি করা

নিচের ভিডিওটি দেখে সহজেই লিস্ট তৈরি করে নিন

লিস্ট তৈরি তো হয়ে গেল! এখন আপনার বর্তমান কাস্টমারদের ইমেইলগুলো এখানে ইমপোর্ট করে ফেলুন

সেন্ডিং ডোমেইন যোগ করা ও ভেরিফাই করা

প্রবাহ'তে ক্যাম্পেইন পাঠাতে আপনার অবশ্যই একটা ডোমেইন নাম থাকতে হবে এবং সেটা প্রবাহ'তে যুক্ত করে ভেরিফাই করতে হয়। ইমেইল কাস্টমারের ইনবক্সে পৌছাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তাই আপনার নিজের ডোমেইন থেকে মেইল পাঠালে সেটা চিনতে কাস্টমার যেমন কষ্ট হয় না, তেমনি ধারাবাহিকভাবে ক্যাম্পেইন পাঠানোর কারণে আপনার ডোমেইনের রেপুটেশন বাড়তে থাকে। এভাবে সব বেস্ট প্র্যাকটিস মেনে নিয়মিত ক্যাম্পেইন পাঠালে আপনার মার্কেটিং বাজেটের রিটার্ন বৃদ্ধি পায়।

আপনার ডোমেইনটি যদি সিপ্যানেলে যুক্ত থাকে নিচের ভিডিওটি দেখে ডোমেইন যোগ করা ও ভেরিফাই করে নিন

অনেকে ক্লাউডফ্লেয়ারে ডোমেইনের ডিএনএস ম্যানেজ করেন, এই ভিডিওটি তাদের জন্য

খেয়াল করুন, ডোমইন ভেরিফাই হওয়া মূলত DNS আপডেট হওয়ার সাথে জড়িত। ক্লাউডফ্লেয়ারের মতো সার্ভিসে ডিএনএস তাড়াতাড়ি আপডেট হলেও সিপ্যানেল ভিত্তিক ডিএনএস আপডেট হতে সময় নেয়। এজন্য ৪৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। এছাড়া কোন সমস্যা হলে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন এই নম্বরে 01521 496605 (Whatsapp/Telegram/Call)।

ডোমইন না থাকলে কী করবেন?

হতে পারে আপনার ফেসবুক ভিত্তিক পেইজের কোন ডোমেইন নাম কেনা নেই। সেক্ষেত্রে সহজ সমাধান হলো ডোমেইন কিনে নেয়া। প্রবাহ থেকে কেবলমাত্র ডোমেইন ব্যবহার করে মেইল পাঠানো হয়। আমাদের প্যারেন্ট বিজনেস থিংকপুল থেকে শ'দুয়েক টাকায় বিভিন্ন এক্সটেনশানের ডোমেইন পাওয়া যায়।

ক্যাম্পেইন তৈরি করা

নিচের ভিডিও দেখে ক্যাম্পেইন বানিয়ে ফেলুন

যেহেতু আপনি নতুন শুরু করছেন, তাই ক্যাম্পেইন ভাল মতো টেস্ট করুন। নিজের মেইলে টেস্ট মেইল পাঠিয়ে ক্যাম্পেইনের কপিতে নিচের ভুলগুলো কোনটা হলো কি না ভালমতো চেক করে দেখুন

  • ভাষাগত (বানান ভুল, বাক্য গঠনগত ভুল)
  • সেন্ডিং এড্রেস (যেই ঠিকানা থেকে মেইল পাঠাচ্ছেন সেটার মেইল বক্স আছে তো? কারণ সাবস্ক্রাইবার যদি মেইলের জবাব দেন, মেইল বক্স না থাকলে সেটা বাউন্স হবে যেটা মোটেও কাম্য না)
  • বাটন, লিংক ঠিক মতো কাজ করছে তো? টেস্ট মেইল পাঠিয়ে প্রতিটা লিংকে ক্লিক করে দেখুন
  • আনসাবস্ক্রাইব লিংক ঠিকমতো কাজ করছে কি না দেখুন।
  • সঠিক লিস্টে/সেগমেন্টে মেইল পাঠাচ্ছেন কি না খেয়াল করুন

এই হলো মোটামুটি একটি ক্যাম্পেইন পাঠানোর ইতিবৃত্ত। এখানে লিস্ট তৈরি, সেন্ডিং ডোমেইন ভেরিফাই করা one-time কাজ, প্রতিবার ক্যাম্পেইন পাঠানোর সময় এটা করা লাগে না।

এছাড়া প্রবাহ'তে আগের পাঠানো ক্যাম্পেইন কপি করে সামান্য অদলবদল করে নতুন ক্যাম্পেইন সহজেই পাঠানো যায়।

পুরো প্রক্রিয়ায় কোন সমস্যা হলে আমাদের নক করুন এই নম্বরে +8801521496605 (Whatsapp/Telegram/Call)। আপনার ইমেইল মার্কেটিংকে সফল করাই আমাদের প্রধানতম লক্ষ্য।

Last Updated on : July 24, 2023