Blocking an email subscriber permanently

প্রবাহতে একাধিক ইমেইল তালিকা তৈরি করা যায়। একাধিক ইমেল তালিকা তৈরি করার কারণে অনেক সময় কোন একটি লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করা ইমেইল পরবর্তীতে অন্য আরেকটি লিস্ট থেকে মেইল পেতে পারেন। এবং মার্কেটরের পক্ষে এই বিষয়গুলো ম্যানুয়ালি ম্যানেজ করা সহজ না।

এই বিষয়টা সহজেই সলভ করার জন্য প্রবাহ তে রয়েছে ইমেইল ব্ল্যাকলিস্টিং ফিচার। নিজের ছবিটি দেখুন

পুরো বিষয়টা বেশ সহজ, আপনি একটি মেইল এড্রেস (কিংবা csv ফাইলের মাধ্যমে একাধিক মেইল ঠিকানা) এখানে এড করবেন এবং এই সাবস্ক্রাইবাররা আপনার কাছ থেকে আর কখনো মেইল পাবেন না। এমনকি ভবিষ্যতের কোন মেইল লিস্ট ইমপোর্ট করা বা ম্যানুয়ালি এড করার সময় এই ঠিকানাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যাবে।

যদি ব্ল্যাকলিস্ট করা কোন ইমেইলকে ভবিষ্যতে সাবস্ক্রাইবার তালিকায় যুক্ত করতে চান তাহলে তাকে এখান থেকে ডিলিট করুন এবং কাঙ্খিত লিস্টে যুক্ত করুন।

Last Updated on : February 21, 2025