Home » User Guide » Campaign Management » Types of campaign
প্রবাহ'তে ২ ধরনের ক্যাম্পেইন পাঠানো যায়।
১. রেগুলার ক্যাম্পেইন, যেটা আপনি প্রতিবার তৈরি করে পাঠান।২. অটোরেসপন্ডার, যেটা আপনি একবার তৈরি করে বিভিন্ন কন্ডিশন সেট করেন, এবং সেসব কন্ডিশনের ভিত্তিতে প্রবাহ সেগুলো আপনার সাবস্ক্রাইবারদের পাঠাতে থাকে।