অনেক সময় আমরা Sequence of campaigns পাঠাতে চাই, যেখানে x ক্যাম্পেইনে যারা ক্লিক করেছেন বা ওপেন করেছেন, তাদেরকে আমরা Y ক্যাম্পেইনটা পাঠাতে চাই।
প্রবাহতে এটা বেশ সহজেই করা যায়। নিচের ধাপগুলো ফলো করুনঃ
এখানে Action থেকে Open বা Unopen সিলেক্ট করে পাশের ড্রপডাউন থেকে Previous campaign সিলেক্ট করুন। তাহলে সেই ক্যাম্পেইন যারা ওপেন করেছে বা ওপেন করে নাই (unopen এর ক্ষেত্রে) তারাই এই মেইলটা পাবে।
এরপর বাকি কাজগুলো শেষ করে ক্যাম্পেইন পাঠিয়ে দিন।
একটা ক্যাম্পেইনে যেহেতু একাধিক লিংক থাকে, তাই ক্লিকের ভিত্তিতে রিটার্গেট করা একটু আলাদা।
কোন একটি ক্যাম্পেইনে যারা ক্লিক করেছে তাদেরকে যদি পরবর্তীতে অন্য কোন একটা ক্যাম্পেইনে টার্গেট করতে চাই তাহলে নিচের ধাপগুলো
পুরো প্রক্রিয়াটি বুঝতে নিচের ভিডিও দেখুন (Regular ক্যাম্পেইনের জন্য)
Autoresponder বানিয়ে যেভাবে ক্রমাগত মেইল পাঠাবেন