Sending to Openers & Clickers

অনেক সময় আমরা Sequence of campaigns পাঠাতে চাই, যেখানে x ক্যাম্পেইনে যারা ক্লিক করেছেন বা ওপেন করেছেন, তাদেরকে আমরা Y ক্যাম্পেইনটা পাঠাতে চাই।

ক্যাম্পেইন Open টার্গেট করা

প্রবাহতে এটা বেশ সহজেই করা যায়। নিচের ধাপগুলো ফলো করুনঃ

  1. নতুন একটা ক্যাম্পেইন নিন যেটা X ক্যাম্পেইন যারা ওপেন করেছেন শুধু তারাই পাবেন। ১ম ধাপে ক্যাম্পেইনের নাম দিন, লিস্ট ও সেগমেন্ট (দরকার হলে) সিলেক্ট করে পরের ধাপে যান
  2. এখানে সাবজেক্ট সহ দরকারি তথ্য দিয়ে "Show more options" এ ক্লিক করুন। একটু স্ক্রল করে ডানদিকে নিচে অপশনটি পাবেন। একটা হিডেন প্যানেল ওপেন হবে নিচের ছবির মতো

এখানে Action থেকে Open বা Unopen সিলেক্ট করে পাশের ড্রপডাউন থেকে Previous campaign সিলেক্ট করুন। তাহলে সেই ক্যাম্পেইন যারা ওপেন করেছে বা ওপেন করে নাই (unopen এর ক্ষেত্রে) তারাই এই মেইলটা পাবে।

এরপর বাকি কাজগুলো শেষ করে ক্যাম্পেইন পাঠিয়ে দিন।

ক্যাম্পেইন Click টার্গেট করা

একটা ক্যাম্পেইনে যেহেতু একাধিক লিংক থাকে, তাই ক্লিকের ভিত্তিতে রিটার্গেট করা একটু আলাদা।

কোন একটি ক্যাম্পেইনে যারা ক্লিক করেছে তাদেরকে যদি পরবর্তীতে অন্য কোন একটা ক্যাম্পেইনে টার্গেট করতে চাই তাহলে নিচের ধাপগুলো

  • ক্যাম্পেইন সংশ্লিষ্ট লিস্টে একটা কাস্টম ফিল্ড তৈরি করতে হবে
  • পূর্ববর্তী ক্যাম্পেইনে তৃতীয় ধাপে Change subscriber custom field on link click এই বাটনে ক্লিক করে কোন লিংক ক্লিকে কোন কাস্টম ফিল্ড চেঞ্জ হবে সেটা ঠিক করে দিতে হবে
  • এরপর সেই কাস্টম ফিল্ডের ভ্যালুর ভিত্তিতে সেগমেন্ট তৈরি করে সেই সেগমেন্টে মেইল পাঠাতে হবে

পুরো প্রক্রিয়াটি বুঝতে নিচের ভিডিও দেখুন (Regular ক্যাম্পেইনের জন্য)

Autoresponder বানিয়ে যেভাবে ক্রমাগত মেইল পাঠাবেন

Last Updated on : February 22, 2025