Drag n Drop এডিটরে "Unable to upload image" সমস্যা

Drag n Drop এডিটর হিসেবে আমরা Unlayer এডিটর ব্যবহার করি। এটা সবধরণের ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য। দুঃখজনকভাবে, সম্প্রতি তারা এই এডিটরের প্রাইসিং হালনাগাদ করে এমন পর্যায়ে সেট করেছে যে, বিদ্যমান অনেক ফীচার প্রবাহ'তে ব্যবহার করা যাচ্ছে না। ইমেজ আপলোড এর মাঝে অন্যতম।

এই সমস্যা সমাধানে দুটো উপায় আছে।

১। এই এডিটরের বদলে Grapejs এডিটর ব্যবহার করা
২। একান্তই এই এডিটর ব্যবহার করতে চাইলে ইমেজ আপলোড করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা

ম্যানুয়াল ইমেজ আপলোড করা

১। আলাদা একটা ট্যাবে এই লিংক চালু করুন। https://app.probaho.com.bd/customer/extensions/ckeditor/fm
২। এই ফাইল ম্যানেজারে আপনার ইমেজগুলো আপলোড করুন। সম্ভব হলে ইমেজ আগেই অপটিমাইজ করে সাইজ ছোট করে রাখুন। এতে মেইলে দ্রুত ইমেজ দেখাবে
৩। আপলোড করা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে Open করুন। এতে ছোট উইন্ডোতে ইমেজটা ওপেন হবে। সেটার এড্রেসবার থেকে এড্রেস কপি করুন এবং Drag n Drop এডিটরের ইমেজ অংশে লিংকটি পেস্ট করুন।

এতে আপলোড করা ইমেজ এডিটরের ডিজাইনে দেখাবে।

Last Updated on : September 23, 2025