মানুষের মতো ভুলোমনা জীব কমই আছে। সবসময় মনে করিয়ে দিতে হয়। মনে করিয়ে না দিলে মনে থাকার সম্ভবনার চেয়ে ভুলে যাবার নিশ্চয়তা বেশি। সেই মানুষ যদি আপনার ক্রেতা হন, তাহলে আরো বেশি ভুলো মনা হবে। কারণ সীমিত মনযোগ: মনযোগকে আপনি একটা রিসোর্স হিসেবে চিন্তা করতে পারেন। যে কোন রিসোর্সের মতো এটাও সীমিত। অনেক বিষয়ে মনযোগ […]